Korean UBT Listening Question || ইপিএস টপিক ইউবিটি পরিক্ষার লিসেনিং প্রশ্ন

 Korean UBT Listening Question || ইপিএস টপিক ইউবিটি পরিক্ষার লিসেনিং প্রশ্ন

ইউবিটি পরিক্ষায় আসা বিগত সালের প্রশ্নের ধরণঃ

ইপিএস টপিক ইউবিটি পরিক্ষা দুটি অংশে বিভক্ত থাকে। রিডিং এবং লিসেনিং। রিডিং অংশে তুলনামূলক মার্ক উঠানো লিসেনিং অংশের চেয়ে কঠিন। ইউবিটি পরিক্ষায় সর্ব্বোচ্চ মার্ক উঠানোর জন্য লিসেনিং অংশে ভাল করার বিকল্প নাই। লিসেনিং অংশের প্রস্তুতি নেওয়া অনেক সহজ।

Korean UBT Listening Question
21 থেকে শুরু করে 40 পর্যন্ত লিসেনিং প্রশ্ন থাকে। ইউবিটি পরিক্ষায় ভালো স্কোর উঠানোর জন্য বেশির ভাগ ছাত্র-ছাত্রী লিসেনিং অংশে আগে উত্তর করে থাকে। লিসেনিং প্রশ্নের কিছু কিওয়ার্ড আছে সেগুলো আয়ত্ত করে নিতে পারলে ভাল স্কোর উঠানো অনেক সহজ।

1) শোনা বিষয় বাছাই করা বা চিত্র

ইউবিটি পরিক্ষার লিসেনিং অংশে প্রথমে 1থেকে 2 টা শোনা বিষয় বাছাই করুন অথবা 3/4 টা ছবি আসে। কারো কারো 4 টায় ছবি আসে। বিগত 2 বছরে চিত্র বেশি এসেছে। টেক্সটবুকের 1-5 অধ্যায়ের চিত্রগুলো ভাল করে পড়লে এটা অনেক সহজ হয়।

2) বস্তুর অবস্থান

ইউবিটি পরিক্ষার লিসেনিং-এ কোন কিছুর ছবি দিয়ে বলবে এই জাইগাটি কোথায়? অথবা এই জাইগায় কি করা যাই? আবার কখনো কোন একটা বিলন্ডিং এর কোন ফ্লোরে কি আছে। যে বিষয়টি জানতে চাইবে সেটি রাস্তার কোন দিকে আছে। এমন ধরনের 1/2 টা প্রশ্ন থাকে।
3) শর্ট প্রশ্ন বা মাথা কাটা প্রশ্ন
এই ধরনের প্রশ্নের উত্তর করা অনেক সহজ। তবে এর জন্য কিছু কিওয়ার্ড আছে। সেগুলো ভাল করে আয়ত্ত করে নিতে হবে। কি বিষয়ে জানতে চাইছে সেটা ভাল করে শুনতে হবে। যেমনঃ 

어디=দিয়ে প্রশ্ন করলে (কোথায়) জায়গা দিয়ে উত্তর হবে।
언제=দিয়ে প্রশ্ন করলে (কখন) সময়/কাল দিয়ে উত্তর হবে।
얼마=দিয়ে  প্রশ্ন করলে (কতো) দাম/সংখ্যা দিয়ে উত্ত হবে।
몇=দিয়ে  প্রশ্ন করলে (কতো) সংখ্যার দিয়ে উত্তর হবে।
누구=দিয়ে প্রশ্ন করলে করলে (কে) ব্যক্তির নাম দিয়ে উত্তর হবে।
왜=দিয়ে  প্রশ্ন করলে (কেন) কারণ দিয়ে উত্তর হবে।
어느=দিয়ে প্রশ্ন করলে (কোন) দিক/স্থান দিয়ে উত্তর হবে।
어떻=দিয়ে প্রশ্ন করলে (কিভাবে)= উপায় দিয়ে উত্তর হবে।
어떤=দিয়ে প্রশ্ন করলে (কেমন) দিয়ে উত্তর হবে।
뭐=দিয়ে প্রশ্ন করলে (কি) বস্তুর নাম/পরিছয় দিয়ে উত্তর হবে।

4) ঘঢ়ি

ইউবিটি পরিক্ষার লিসেনিং-এ 1/2 টা প্রশ্ন আসে। কাটা ওয়ালা ঘড়ি বেশি আসে । তবে এখন ডিজিটাল ঘড়িও অনেক আসে। ডিজিটাল ঘড়ির ক্ষেত্রে 24 ঘণ্টা নীতিতে তৈরী করা হয়। যেমনঃ ডিজিটাল ঘড়ির ক্ষেত্রে 17.20 দেখালে   5.20 টা বাজে বুঝায়। এক্ষেত্রে আপনাকে 12 টার বেশি সময় হলে সেটা থেকে 12 বাদ দিয়ে যা অবশিষ্ট থাকবে সেটার কোরিয়া মাথায় রেখে লিসেনিং এর প্লে বাটনে চাপ দিতে হবে। তাহলে ভুল হওয়ার সম্ভবনা প্রায় থাকবে না।

5) ক্যালেন্ডার

ইউবিটি পরিক্ষার লিসেনিং-এ 1/2 টা প্রশ্ন আসে। ক্যালেন্ডারে বেশির ভাগ সময় মাস ও তারিখ জানতে চাই। তবে প্রশ্ন একটু কঠিন করলে বিভিন্ন ধরণের প্রশ্ন করে থাকে। যেমনঃ 
오늘은/어제/내일은 무슨 요일이에요?
আজকে/গতকাল/আগামীকাল কি বার?

오늘은 몇 월이에요?
আজকে কত তম মাস?

오늘은/어제/내일은 며칠이에요?
আজকে/গতকাল/আগামীকাল কত তারিখ?

오늘은/어제/내일은 몇 월 며칠이에요?
আজকে/গতকাল/আগামীকাল কত মাসের কত তারিখ?

오늘은 5월 16일입니다. 무슨 요일입니까?
আজকে 5 মাসের 16 তারিখ। কি বার আজকে?

오늘은 5월 16일입니다. 그제 / 그저께 무슨 요일이에요?
আজকে 5 মাসের 16 তারিখ। গত পরশু কি বার?

오늘은 5월 16일입니다. 그제 / 그저께 며칠이에요?
আজকে 5 মাসের 16 তারিখ। গত পরশু কত তারিখ?

오늘은 5월 16일입니다. 모레 무슨 요일이에요?
আজকে 5 মাসের 16 তারিখ।  আগামী পরশু কি বার?

오늘은 5월 16일입니다. 모레 며칠이에요?
আজকে 5 মাসের 16 তারিখ। আগামী পরশু কত তারিখ?

오늘은 5월 두 번째 토요일입니다. 오늘은 며칠입니까?
আজকে 5 মাসের 2য় তম শনিবার। আজকে কত তারিখ?

5월 셋째 일요일은 며칠입니까?
5 মাসের 3য় রবিবার কত তারিখ?

오늘은 5월 두 번째 일요일입니다. 내일은 며칠입니까?
আজকে 5 মাসের 2য় রবিবার। আগামীকাল কত তারিখ?

오늘은 5월 두 번째 일요일입니다. 모레 며칠입니까?
আজকে 5 মাসের 2য় তাম রবিবার। আগামী পরশু কত তারিখ?

5월 셋째 화요일은 며칠입니까?
5 মাসের 3য় তম মঙ্গলবার কত তারিখ?

6) দাম/ কোন জিনিসের মূল্য

ইউবিটি পরিক্ষার লিসেনিং-এ 1/2 টা প্রশ্ন আসে। কোন বস্তুর দাম সাইনো-কোরিয়াতে প্রকাশ করা হয়।

7) শুনে সঠিক বিষয়টি বাছাই করুন

ইউবিটি পরিক্ষার লিসেনিং-এ 1/2 টা প্রশ্ন আসে। কোন একটা গল্প আকারে ছেলে ও মেয়ের মধ্যে কথাপোকথন হবে। সেটার মধ্যে থেকে একটা প্রশ্ন করা হবে। প্রশ্নে কি চাওয়া হয়েছে তা ভাল করে জেনে নেওয়ার পর লিসেনিং স্কিপটা ভাল করে শুনতে হবে। তাহলে সঠিক উত্তর করা অনেকটা সহজ হবে।

8) নামজা ও ইওজা

ইউবিটি পরিক্ষার লিসেনিং-এ 2/3 টা প্রশ্ন আসে। প্রশ্নে কার বিষয়ে জানতে চাওয়া হয়েছে সেটা ভাল করে পড়ে লিসেনিং স্কিপটা প্লে করতে হবে। যার বিষযে জানতে চেয়েছে সেটা ভাল করে শুনতে হবে। অনেক সময় বিপরীত জনের কথাপোকথনের মধ্যে উত্তর থাকতে পারে।

ইপিএস টপিক ইউবিটি পরিক্ষার লিসেনিং কোর্সঃ