UBT Reading Questions || ইপিএস টপিক ইউবিটি পরিক্ষার রিডিং প্রশ্ন
ইউবিটি পরিক্ষায় আসা বিগত সালের প্রশ্নের ধরণঃ
প্রতি বছর কোরিয়ান ভাষা পারর্দশী পরিক্ষা ও লটারি পরিক্ষা একটি নিদির্ষ্ট প্রশ্নের ধরণ অনুযায়ী হয়ে থাকে।
এইড.ডি.আর কোরিয়া কর্তৃক ইপিএস টপিক ইউবিটি পরিক্ষায় ভালো ফলাফল করার জন্য প্রশ্নের ধরন সম্বন্ধে ভাল ধারণা রাখতে হবে। অনেক ছাত্র-ছাত্রী ভালো পড়া-লেখা করার পরও তেমন ভাল ফলাফল করতে পারে না। প্রশ্নের প্যার্টান সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে।
ইপিএস টপিক ইউবিটি পরিক্ষা দুটি অংশে বিভক্ত থাকে। রিডিং অংশে 20 টা এবং লিসেনিং অংশে 20 টা প্রশ্ন থাকে।
ইপিএস টপিক ইউবিটি পরিক্ষায় রিডিং অংশে প্রশ্নের ধরনঃ
প্রথম 1 থেকে 20 পর্যন্ত রিডিং প্রশ্ন থাকে। প্রতিটি প্রশ্নের মার্ক 5 পয়েন্ট করে(এটা পরিবর্তনীল)। এই পরীক্ষাগুলো প্রতিদিন ৪টা শীফটে হয়ে থাকে। এক্ষেতে প্রশ্নের ধরণের কিছুটা পরিবর্তন দেখা যায়। তবে মূল একটা ধরণ অনুযায়ী পরিক্ষায় প্রশ্ন হয়ে থাকে।
1) চত্রিঃ
প্রথম 2টা প্রশ্ন বেশির ভাগই চিত্র আসে। অনেক সময় বই থেকে সমরাসরি চিত্র আসে। তবে বইয়ের বাইরে থেকেও অনেক সময় চিত্র আসে এবং ওপশনের শব্দগুলো বইয়ের ভিতরের থাকে।
2) বিপরীত, সমার্থক ও সর্ম্পকযুক্ত প্রশ্ন
এই ৩ ধরণের মধ্যে যেকোন 1 অথবা 2 টা প্রশ্ন থাকে। বইয়ের ভিতেরর গুরুত্বপূর্ণ শব্দগুলো ভালো করে পড়া থাকলে বিপরীত ও সমার্থক শব্দের প্রস্তুতি হয়ে যাই। সম্পর্কযুক্ত শব্দের প্রস্তুতির জন্য প্রতি অধ্যায়ের টাইটেল ভাল করে পড়তে হবে।
3) শূণ্যস্থান
ইপিএস টপিক ইউবিটি পরিক্ষায় গ্রামার ও ক্রিয়া বিশেষণযুক্ত শূণ্যস্থান থাকে। বইয়ের ভিতরের গ্রামারগুলো ভাল করে পড়তে হবে।
4) বিভিন্ন ধরণের একক
ইপিএস টপিক ইউবিটি পরিক্ষায় 1/2 টা একক প্রশ্ন থাকে। অনেক সময় লিসেনিং অংশে একক থেকে প্রশ্ন আসে।
5) গ্রাফ,রসিদ
গ্রাফ,রসিদ,প্রেসক্রিপশন, আইডি কার্ড, মেনু কার্ড, ভিজিটিং কার্ড থেকে 4-5 টা পর্যন্ত প্রশ্ন থাকে।
6) বড় প্যাসেজ প্রশ্ন
ইপিএস টপিক ইউবিটি পরিক্ষায় বড় প্রশ্ন টেক্সটবুকের সংস্কৃতি থেকে আসে। অনেক সময় বাইরে থেকেও আসে। বেশি বেশি শব্দার্থ জান থাকলে এই প্রশ্নগুলো সমাধান করতে সহজ হয়।
7) ছোট আকারের প্যাসেজ প্রশ্ন
ছোট আকারের 2-3 টা প্যাসেজ আসে। সেগুলোর মূলভাব কি জানতে চাই। অথবা কি বিষয়ে আলোচনা করা হয়েছে জানতে চাই। এই প্রশ্নগুলোর প্রস্তুতির জন্য ইপিএস টপিক টেক্সটবুক-২ এর কাজের অধ্যায়গুলো ভাল করে পড়তে হবে। 54,55,56,58 অধ্যায় ভাল করে পড়তে হবে।
ইপিএস টপিক ইউবিটি পরিক্ষার রিডিং কোর্সঃ
এই প্রশ্ন প্যার্টান পরিক্ষার সেট অনুযায়ী পরিবর্তন হতে পারে। রিডিং অংশে এই ধরনের প্রশ্নের উপর ভাল দক্ষতা থাকলে তুলনামূলক অন্যদের চেয়ে ভাল রেজাল্ট করতে পারবেন।