Terms & Condition
ইউবিটি এক্সাম কোয়েশ্চেন-এর শর্ত, গোপনীয়তা ও নীতিমালা
ইউবিটি এক্সাম কোয়েশ্চেন কি?
ইউবিটি এক্সাম কোয়েশ্চেন প্রধানত একটি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শেখার ফ্রি সাইট। ইপিএস পরীক্ষায় আসা বিগত সালের রিডিং ও লিসেনিং প্রশ্নের সমাধান এবং পরবর্তী ইপিএস পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন ধরণের প্রশ্নের সমাধান দেওয়া আছে। কোরিয়ান ভাষা পারর্দশী পরীক্ষার প্রস্তুতির জন্য ইউবিটি পরীক্ষার আলোকে সজ্জিত কোরিয়ান ভাষা শেখার কোর্স।
কোর্স সংশ্লিষ্ট টার্মস ও কন্ডিশনস
এই সাইটি মূলত সাধারণ ছাত্র-ছাত্রীদের বিভিন্ন পেইড কোর্স করার সামর্থ্য নেই অথবা সেই এলাকায় কোরিয়া ভাষা শেখার ভাল প্রতিষ্ঠান নেই তাদের কথা ভেবেই প্রকাশিত। ইপিএস টপিক ইউবিটি পরীক্ষার জন্য সকল কোর্স/রিসোর্স সম্পূর্ণ ফ্রিতে অ্যাকসেস করতে পারবেন। এই কোর্স সম্পূর্ণরূপে ফ্রি হওয়ায় কোন ধরনের আর্থিক লেন-দেন করবেন না।
কপিরাইট নীতি
- ইউবিটি এক্সাম কোয়েশ্চেনে প্রকাশিত সকল কন্টেন্টের স্বত্ত্বাধিকারী কেবল মাত্র ইউবিটি এক্সাম কোয়েশ্চেনই।
- যে কোনো উদ্দেশ্যে এই সাইটে প্রকাশিত কোন পোস্ট বা পেইজের কন্টেন্ট সম্পূর্ণ কপি করে অন্যত্র প্রকাশ করা সম্পূর্ণই নিষিদ্ধ।
- তবে পোস্ট বা পেইজের কোন কন্টেন্টের অংশ বিশেষ কপি করে অন্যত্র প্রকাশ করা যাবে সেক্ষেত্রে ইউবিটি এক্সাম কোয়েশ্চেন ওয়েবসাইটের DoFollow লিংকযুক্ত করে ক্রেডিট উল্লেখ করতে হবে।
- ইউবিটি এক্সাম কোয়েশ্চেনে প্রকাশিত ব্লগপোস্টগুলো অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন কোরিয়ান/নেপাল সোর্স থেকে মূলত লেখা হয়, সে ক্ষেত্রে কোন কোন পোস্ট কখনো কাকতালীয়ভাবে সোর্সের সাথে সরাসরি মিলে যেতে পারে । মূল কনটেন্টটি যদি আপনার হয়ে থাকে এবং এটি অন্য কোথাও/অন্য ভাষাতে প্রকাশিত হোক এটা যদি না চেয়ে থাকেন তবে ওয়েবসাইট অ্যাডমিনকে অবহিত করুন।
- তাছাড়াও যদি কোন ব্লগ রাইটার অন্য কোন মাধ্যমে আপনার প্রকাশিত আর্টিকেল হুবহু কপি করে অর্ডিনারি আইটিতে প্রকাশ করে থাকে ও যদি উপযুক্ত ক্রেডিট উল্লেখ না করে এবং আপনি যদি চান উক্ত আর্টিকেলের অংশ বিশেষ অন্য কোথাও ব্যবহার নিষিদ্ধ তাহলেও ওয়েবসাইট অ্যাডমিনকে অবহিত করুন।
গোপনীয়তা
ইউবিটি এক্সাম কোয়েশ্চেনের ওয়েবসাইটে আপনার প্রবেশ করানো যেকোন তথ্য যেমন নাম, ইমেইল, মোবাইল ফোন নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা হয় কিন্তু তার ১০০% সুরক্ষার নিশ্চয়তা ইউবিটি এক্সাম কোয়েশ্চেনে দেয় না।
কমেন্টস্ নীতিমালা
ইউবিটি এক্সাম কোয়েশ্চেনের যে কোনো প্ল্যাটফর্মে কোনো পোস্ট ভিডিও বা পেইজে মন্তব্য করার ক্ষেত্রে যে পোস্ট বা ভিডিও বা পেইজে মন্তব্য করবেন কেবলমাত্র সেই পোস্ট বা পেইজ সংশ্লিষ্ট কোনো বিষয়ের কোন কিছু জানতে বা জানাতে চাইলে মন্তব্য করতে পারবেন। যে পোস্ট বা ভিডিও বা পেইজে মন্তব্য করবেন সেই পোস্ট বা ভিডিও বা পেইজ সংশ্লিষ্ট কোনো বিষয়ে নিজের ভাল লাগার অনুভূতি ব্যক্ত বা গঠনমূলক সমালোচনা করে মন্তব্য করতে পারবেন। উপরোক্ত বিষয়গুলি ছাড়া অন্য কোন বিষয়ে মন্তব্য করবেন না। কমেন্টে সকল ধরণের অশালীন, বিজ্ঞাপনমূলক, অশ্রাব্য ও আক্রমনাত্বক শব্দ/বাক্যের ব্যবহার নিষিদ্ধ। আপনার বা অন্য কারো কোন মতামত, অভিযোগ বা প্রশ্ন জানাতে যোগাযোগ পেইজ ব্যবহার করুন।
ইউবিটি এক্সাম কোয়েশ্চেনের যোগাযোগের ঠিকানা
কোনো বিষয়ে তথ্যের জন্য যোগাযোগ করুন নিচে উল্লেখিত হেল্পলাইন ঠিকানাগুলোতে। হেল্পলাইন এজেন্টদের থেকে সর্ব্বোচ্চ কম সময়ে আপনার সমস্যার সমাধান পাবেন। তবে কারণবশত রিপ্লে পেতে দেরি হতে পারে।
হেল্পলাইন: ফেসবুক পেইজে ম্যাসেজ দিন
হেল্পলাইন: হোয়াটসঅ্যাপে SMS/কল দিন
হেল্পলাইন: জিমেইলে ইমেইল প্রদান করুন
ইউবিটি এক্সাম কোয়েশ্চেনের যেকোনো বিষয়ে আপনার কোনো মতামত, অভিযোগ বা জিজ্ঞাসা থাকলে প্রধান অ্যাডমিনকে অবহিত করতে পারেন নিচে উল্লেখিত ঠিকানাগুলোতে। দ্রুত রিপ্লাই পেতে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করার অনুরোধ রইলো।