Eps Topik UBT Question Bank Solution || ইপিএস টপিক ইউবিটি পরিক্ষার প্রশ্নব্যাংক সমাধান
Eps Topik UBT Question Bank Solution || ইপিএস টপিক ইউবিটি পরিক্ষার প্রশ্নব্যাংক সমাধান
এইচ.ডি.আর কোরিয়া কর্তৃক ইপিএস টপিক ইউবিটি পরিক্ষার নমুনা অনুযায়ী রিডিং এবং লিসেনিং-এর জন্য প্রশ্নব্যাংক প্রকাশিত আছে। এই প্রশ্নগুলো ভাল করে বুঝে সমাধান করতে পারলে ইউবিটি পরিক্ষায় ভাল স্কোর উঠানো যাই। উভয় অংশে প্রশ্নের সবগুলো ওপশনের বাংলা অর্থ জেনে সমাধার করা সবচেয়ে কার্যকারী হবে।
কখন প্রশ্নব্যাংক সমাধান করবেন?
ইপিএস টপিক টেক্সটবুক 1 ও 2 ভাল করে 2/3 বার রিভিশন দেওয়ার পর প্রশ্নব্যাংক সমাধান করা সবচেয়ে উত্তম। প্রশ্নব্যাংকে কিছু অপরিচিত শব্দ থাকবে। সেই সব অপরিচিত কোরিয়ান শব্দগুলোর বাংলা অর্থ জেনে রাখলে ইউবিটি পরিক্ষার প্রশ্ন সমাধানে সাহায্য করবে। প্রশ্নব্যাংক কয়েকবার ভালো করে বুঝে সমাধান করতে হবে। এরপর ইপিএস টপিক ইউবিটি পরিক্ষার মত অনেক ফ্রি অ্যাপ পাওয়া যাই । অ্যাপে নিয়মিত পরিক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন। বেশি বেশি মডেল টেস্ট দিন।
কোথায় থেকে প্রশ্নব্যাংক সমাধান করবেন
ইউবিটি পরিক্ষার প্রশ্নব্যাংক সমাধানের অনেক ভিডিও ইউটিউবে পাবেন। সেখানে শুধু প্রশ্নের সমাধান দেওয়া আছে। কেন , কিভাবে উত্তর হল সেটার ব্যাখ্যা তেমন পাবেন না।
আমাদের সাইটে কেন প্রশ্নব্যাংক সমাধান করবেন?
এই সাইটে প্রতিটি কোরিয়ান শব্দের অর্থ সহকারে এবং প্রশ্নের ব্যাখ্যা সহকারে সমাধান দেওয়া আছে। প্রশ্ন সমাধানের জন্য কিওয়ার্ড, টিকস, কেন, কিভাবে ইত্যাদির মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে সঠিক উত্তর বাছাই করতে পারবেন। মডেল টেস্ট আকারে প্রশ্ন সমাধান করতে পারবেন। নিজের প্রস্তুতি যাচাইয়ের সুযোগও আছে । ইপিএস টপিক ইউবিটি পরিক্ষায় আসা প্রশ্নগুলো (*) সাইন দিয়ে আলাদা করে মার্ক করা থাকবে। এছাড়াও ইপিএস টপিক পরিক্ষায় আসা অধ্যায় ভিত্তিক প্রশ্ন পাবেন এই সাইটে।