EPS TOPIK TEXTBOOK CHAPTER-04|| কোরিয়ান ইপিএস টপিক টেক্সটবুক অধ্যায়-০৪|| 안녕하세요 4 || কেমন আছেন ৪
EPS TOPIK TEXTBOOK CHAPTER-04|| কোরিয়ান ইপিএস টপিক টেক্সটবুক অধ্যায়-০৪|| 안녕하세요 4 || কেমন আছেন ৪
গ্রিটিংস বা অভিবাদনঃ
এই অধ্যায়ে বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহৃত কোরিয়ান গ্রিটিংস গুলো ভালো করে দেখে নেই। কোরিয়ান সংস্কৃতিতে গ্রিটিংস খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
প্রথম দেখাতে কাউকে গ্রিটিংস করার নিয়মঃ
১ম ব্যক্তি: 안녕하세요.
২য় ব্যক্তি: 안녕하세요.
১ম ব্যক্তি: 만나서 반갑습니다.
২য় ব্যক্তি: 네, 만나서 반갑습니다.
একে অন্যকে বিদায়ের সময় গ্রিটিংস করার নিয়মঃ
ইপিএস টপিক ইউবিটি পরিক্ষায় শর্ট প্রশ্ন বা মাথা কাটা প্রশ্নে বিদায় সময়ের গ্রিটিংস থেকে প্রায় একটা প্রশ্ন আসে। এটা সাধারণত সবার প্রথমে ভুল হয়ে থাকে। তবে এটা মনে রাখা খুবই সহজ।
মনে করেন, আপনি কোন এক বন্ধুর বাসায় ঘুড়তে গেছেন। দুই বন্ধু মিলে অনেক মজা করার পাশাপাশি অনেক সময় পার করলেন। এখন আপনার বাড়ি ফেরার সময় হল।
আপনি এখন কি বলবেন?
আপনাকে যেটা বলতে হবেঃ 안녕히 계세요 (ভাল থাকুন)। এটা বলার কারণ হলঃ ঐ জায়গাটায় আপনি থাকেন বা থাকবেন না। কিন্তু আপনার বন্ধু সেই জায়গায় স্থায়ীভাবে থাকেন বা আপনার পরে ঐ স্থান তিনি(বন্ধু) ত্যাগ করবেন। তখন আপনার বন্ধু আপনাকে 안녕히 가세요.(ভাল ভাবে যান) বলবে।
আরেকটা উদাহরণঃ আপনার কোন বন্ধুর জন্মদিনের পার্টিতে রেষ্টুরেন্টে গেলেন। আপনি পার্টির শেষের আগে চলে আসবেন তখন 안녕히 계세요 (ভাল থাকুন) বলবেন। কিন্তু আপনার বন্ধু এখনও পার্টি শেষ করে যাইনি তাই তিনি 안녕히 가세요.(ভাল ভাবে যান) বলবে।
কাউকে ধন্যবাদ জানাতে বা কারো কাছে ক্ষমা চাইতে গ্রিটিংস করার নিয়মঃ
১ম ব্যক্তি: 감사합니다.
২য় ব্যক্তি: 아니에요.
১ম ব্যক্তি: 죄송합니다.
২য় ব্যক্তি: 괜찮아요.
বিগত ইউবিটি পরিক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
লিসেনিং শর্ট বা মাথা কাটা প্রশ্ন
안녕히 계세요 ( আপনি যখন আগে বা অস্থায়ী স্থান থেকে প্রথমে চলে যাবেন )
안녕히 가세요 ( সবার শেষে ঐ ত্যাগ করলে বা স্থায়ীভাবে ঐ স্থানে থাকলে)
ইউবিটি এক্সাম কোয়েশ্চেনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url